এআইআইবিতে যোগ দিতে চায় ব্রিটেন
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকে (এআইআইবি) যোগদানে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে ব্রিটেন। চীনের অর্থ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ওদিকে বিরল এক বিবৃতিতে ব্রিটেনের এ সিদ্ধান্তের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনের নেতৃত্বে গঠিত ৫০ বিলিয়ন ডলার তহবিলের এআইআইবিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন। এআইআইবিতে এই প্রথম কোনো জি২০ভুক্ত দেশ যোগ দিচ্ছে। তবে দেশটির এ সিদ্ধান্তকে সহজভাবে নিতে পারেনি যুক্তরাষ্ট্র। এ দুই পশ্চিমা অর্থনৈতিক শক্তির মাঝে বিশেষ সম্পর্কের এক বিরল ভাঙন হিসেবে অবিহিত করে গত বৃহস্পতিবার ওই বিবৃতি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের নেতৃত্বাধীন নানা বৈশ্বিক উন্নয়ন ব্যাংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনের প্রচেষ্টায়ও উদ্বিগ্ন দেশটি।