ব্রিটেনের সবচেয়ে ধনী নারীর গল্প

Kirsty Bertarelliক্রিস্টি বেরতারেল্লি ব্রিটেনের সবচেয়ে ধনী নারী। বাবা আর চাচার কোম্পানি থেকে শুরু পরে নিজেই নিজের জায়াগা করে নিয়েছেন মডেলিং জগতে। তারপরে গান লিখা শুরু। জানাচ্ছি তার ধনী হয়ে উঠার গল্প:
১৯৭১ সালের ৩০ জুন স্টাফোর্ডশায়ারে জন্মগ্রহন করেন ক্রিস্টি বেরতারেল্লি (Kirsty Bertarelli)। তার বাবা এবং চাচা হচ্ছেন চার্চিল চায়না নামক একটি সিরামিক কোম্পানির মালিক। নর্থ ওয়েলসের একটি প্রাইভেট বোর্ডিং স্কুলে তিনি ও লেভেলের পড়াশোনা শেষ করেছে।
ছোটবেলা থেকে তিনি অনেক সুবিধা ভোগ করেছে। ঘোড়ায় চড়া এমনকি টেনিস খেলা কোনটাই বাদ পড়েনি। প্রতি ছুটির দিনে তিনি তার বাবার ফ্যাক্টরিতে কাজ করত। টেলিগ্রাফে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টি এই কথা বলেন।
ক্রিস্টি তার ওয়েবসাইটে জানিয়েছেন, তার মা তাকে অনুপ্রেরণা দিয়েছে কবিতা এবং চিঠি লিখার জন্য। তারপরে গান লিখার জন্যও মায়ের অনুপ্রেরণা পেয়েছেন।
মাত্র ১৭ বছর বয়সে তিনি মডেলিং করেন ম্যানচেস্টারের একটি কোম্পানিতে। যার হাত ধরেই তিনি যুক্তরাজ্যের সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
১৯৮৮ সালে ক্রিস্টি মিস যুক্তরাজ্যের সম্মানে ভূষিত হন এবং মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন। তারপরেই গানের ভুবনে শুরু হয় ক্রিস্টির পথাচলা। ওয়ারেন রেকর্ডসের সাথে চুক্তি হয় ক্রিস্টির এবং তারপরে পেশাগতভাবে গান লিখা শুরু করেন।
এদিকে ১৯৯৭ সালে যখন ক্রিস্টির বয়স ২৬ তখন তার সাথে পরিচয় হয় তার ভবিষ্যৎ স্বামী আরনেস্টো বেরতারেল্লি। তাদের দেখা হয় সারডিনিয়ান ভিল্লার এক নৈশভোজে।
ক্রিস্টি টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আরনেস্টোকে পাওয়ার জন্য অনেকে মেয়ের অপেক্ষা ছিল কিন্তু সে আমাকে পেয়েছে।
২০০০ সাল ক্রিস্টির জন্য অনেক পরিবর্তনের ছিল। ২০০০ সালেই ক্রিস্টি বিয়ে করেন আরনেস্টোকে। একই বছরে সে তার সবচেয়ে জনপ্রিয় গানের দেখা পেয়েছেন। ব্ল্যাক কফি গানটির সহ লেখিকা ছিলেন ক্রিস্টি।
তিনি যখন হানিমুনে ছিলেন তখনই প্রেগন্যান্ট হয়েছেন। প্রথম সন্তান মেয়ে চাইয়ারা (chiara) যার বর্তমান বয়স ১৩। এর পরের সন্তানরা হচ্ছে ফেলকাও যার বয়স এখন ৯ এবং এলেকো যার বয়স এখন ৭।
২০০০ সালেই ব্রিটেনে সবচেয়ে ধনী মহিলার তালিকায় নাম লিখান ক্রিস্টি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button