কখনো ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠতে দেব না : নেতানিয়াহু
কখনো ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল সন্ধ্যায় এমন ঘোষণা দিয়েছেন তিনি।
ধারণা করা হচ্ছে ইসরায়েলে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে তার দল লিকুদ পার্টির প্রতি জনসমর্থন আরো সংহত করবার জন্য এমন শক্ত অবস্থান নিয়েছেন তিনি।
নেতানিয়াহু স্পষ্টভাষায় বলেন, এবার পুনঃনির্বাচিত হলে কিংবা তিনি ক্ষমতায় থাকতে কখনো ফিলিস্তিন নামে রাষ্ট্র গড়ে উঠতে দেয়া হবে না।
সর্বশেষ জনমত জরিপ বলছে দেশটিতে বহু মানুষ এখনো কাকে ভোট দেবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে। জরিপে লিকুদ পার্টি মধ্য বামপন্থী বিরোধী জোট জিওনিস্ট ইউনিয়ন থেকে পিছিয়ে রয়েছে।
এছাড়া বেশ কিছুদিন ধরেই ইসরায়েলে নেতানিয়াহুর শাসনের অবসান চেয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে।