ইসরায়েলে সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর বিজয়
ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রাথমিক ফলাফলে ২৯ আসন পেয়ে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির বিজয় হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া ইসরায়েলের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলে রাত ১০টা পর্যন্ত। গত বছর ডিসেম্বরে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর আগাম নির্বাচনের ঘোষণা অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বুধবার ঘোষিত ফলাফল অনুযায়ী, ৫৯ লাখ ভোটারের মধ্যে ৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ২৮.৩ শতাংশ ভোট পেয়ে লিকুদ পার্টি ২৯টি আসনে জয় পেয়েছে। অপরদিকে বিরোধী মধ্য বামপন্থি দ্য জিউনিস্ট ইউনিয়ন ১৮.৮ শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছে ২৪টি আসনে।