৫৩০ বছর পর বিট্রিশ রাজা রিচার্ড থ্রি’র সমাধি
মধ্যযুগীয় বিট্রিশ রাজা রিচার্ড থ্রি’র দেহাবশেষ আগামী সপ্তাহে ৫৩০ বছর পর সমাধি করা হবে। তার দেহাবশেষ তিন বছর আগে গাড়ি রাখার স্থানের নিচে পাওয়া গেছে। যুদ্ধক্ষেত্রে তাকে হত্যার পর লাশ আবর্জনার স্তূপে ফেলে দেয়া হয়।
শেষ বিট্রিশ রাজাকে ১৪৮৫ সালে সেন্ট্রাল ইংল্যান্ডে বোস্টওর্থ’র যুদ্ধক্ষেত্রে হত্যার পর মরদেহ সেখানে ফেলা রাখা হয়। ২০১২ সালে দেহাবশেষ পাওয়া যায়।
তার দেহাবশেষ আগামী সপ্তাহে লেইসিস্টার কেথড্রলে ওক গাছের কাঠে খচিত চিত্রকর্মে সজ্জিত কফিনে পুনরায় সমাধি করা হবে।
রাজার বংশধর যার ডিএনএ সাহায্য করেছে দেহাবশেষ সনাক্ত করতে তিনি কফিনের চিত্রকর্ম সজ্জিত করেছেন। তিনি রাজকীয় পরিচিতিও জয় করবে বলে সমর্থকরা বিজেতা হেনরি টুডোরকে বলেন।
পুরো বিষয়টি ছিল যদি রিচার্ডের দেহাবশেষ পাওয়া যায় তাহলে উচ্চমর্যাদার এবং সম্মানজনক সমাধি পাবে। কিন্তু হেনরি সেভেন ১৪৮৫ সালে তা অস্বীকার করেন। রিচার্ড থ্রি সোসাইটির চেয়ারম্যান ফিল স্টোন এ কথা বলেন।
‘রিচার্ড থ্রি সোসাইটি’ ৯০ বছর আগে সংগঠিত হয়। এখন সারাবিশ্বে সংগঠনটির কয়েক হাজার সমর্থক রয়েছে।