লন্ডনে চালু হয়েছে বিশ্বের প্রথম ‘গুগল শপ’

googleলন্ডনে চালু হয়েছে বিশ্বের প্রথম ‘গুগল শপ’৷ অ্যান্ড্রয়েড ফোন, ক্রোমবুক ল্যাপটপ আর ক্রোমকাস্ট টিভি সার্ভিসসহ একাধিক গুগলের পণ্য বিক্রির উদ্দেশ্যে এই দোকান চালু করেছে গুগল৷সোমবার টেলিগ্রাফ এ খবর জানিয়েছে৷
জানা গেছে, লন্ডনের টটেনহ্যাম কোর্ট রোডে অবস্থিত কারিস পিসি ওয়ার্ল্ডকে নিজেদের প্রথম ‘ব্র্যান্ড
শপ’-এর স্থান হিসেবে বেছে নিয়েছে গুগল কতৃপক্ষ৷
‘গুগল শপ’ নামের ওই দোকানে অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট, ক্রোমবুক ল্যাপটপ আর ক্রোমকাস্ট টিভি
সার্ভিস বিক্রি করবে এই ওয়েব জায়েন্ট৷বিভিন্ন পণ্য কেনার পাশাপাশি এই দোকানে পণ্যগুলোর ব্যবহার করার রীতিও দেখে নিতে পারবেন ক্রেতারা৷
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনে খুব তাড়াতাড়ি আরো দুটি দোকান চালুর পরিকল্পনা করা
হয়েছে৷ খুব তাড়াতাড়ি তারা এই দুটি শপ চালু করবে৷পাশাপাশি গুগলের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি
ইউরোপের বাইরেও তাদের এই শপ চালু করা হবে৷ তবে কবে নাগাদ চালু করা হবে এ ব্যাপারে গুগল কিছুই জানায়নি৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button