কাতার বিশ্বকাপ ফাইনালের দিন নির্ধারণ
২০২২ সালে কাতার অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ওই বছরেরর ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, এ ঘোষণার মধ্য দিয়ে কাতারে বিশ্বকাপ আয়োজনের সময় নিয়ে সব অনিশ্চয়তা দূর হলো।
উত্তর গোলার্ধে শীতকালে বিশ্বকাপ আয়োজন করলে ইউরোপীয় লিগগুলোর সমস্যা হয় বলে সাধারণত গ্রীষ্মেই বিশ্বকাপ হয়ে থাকে। তবে গ্রীষ্মে কাতারের তাপমাত্রা অত্যধিক থাকায় ফিফা টাস্ক ফোর্স গ্রীষ্মের পরিবর্তে শীতে বিশ্বকাপ আয়োজনের জন্য সুপারিশ করে।
অন্যদিকে, ইউরোপের বড় ক্লাবগুলোর চাওয়া ঠিক তার উল্টো, তারা মে মাসে বিশ্বকাপ চায়। কারণ শীতকালীন টুর্নামেন্ট তাদের ঘরোয়া লিগগুলোয় বিঘ্ন ঘটায়।