ইউক্রেনে রুশপন্থীদের মোকাবিলায় সেনা প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটেন
ব্রিটিশ সেনাবাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর জন্য প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। রুশপন্থী যোদ্ধাদের বিরুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীর শক্তি ও কৌশল জোরদার করাই এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ সম্প্রচার সংস্থা বলেছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ শহরে ব্রিটিশ বাহিনীর ৩৫ জন সদস্য অবস্থান করছে। তারা দুই মাসের একটি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সেখানে অবস্থান নিয়েছে। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র প্রশিক্ষকদের সংখ্যা জানাতে অস্বীকার করেছেন। ব্রিটিশ ওই মুখপাত্রের ভাষায় মস্কোর আগ্রাসন মোকাবিলায় কিয়েভকে সহযোগিতা করতে লন্ডন প্রতিশ্রুতিবদ্ধ।
গত এক বছরে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনাবাহিনী ও রুশপন্থী যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর আগে পাশ্চাত্যের কোনো কোনো দেশ ইউক্রেনকে অস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে। তবে ইউক্রেনে অস্ত্র সরবরাহের পরিণতির বিষয়ে পাশ্চাত্যকে সতর্ক করে দিয়েছে রাশিয়া।