সূর্যগ্রহণে ঢাকা পড়ল ইউরোপ
কয়েক বছরের মধ্যে সেরা সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করল ব্রিটেন ও উত্তর ইউরোপের অধিবাসীরা। পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ চলে আসায় শুক্রবার গ্রিনিচ মান সময় ৯ টা ৪১ মিনিটে সূর্য সম্পূর্ণরূপে ঢাকা পড়ে যায়। এসময় কিচ্ছুক্ষণের জন্য অন্ধকারে ঢেকে যায় পৃথিবীর উত্তরাঞ্চল।
সূর্যের সম্পূর্ণরূপে চাঁদের আড়ালে চলে যাওয়ার এই ঘটনাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। তবে বাংলাদেশে এই গ্রহণ দেখা যায়নি।
সূর্যগ্রহণটি উত্তর আটলান্টিক থেকে শুরু হয়ে উত্তর মেরু পর্যন্ত দেখা যায়।
দিনের বেলা রাত নামার এই রোমাঞ্চকর মহাজাগতিক দৃশ্য অবলোকন করার দৃশ্য দেখতে ডেনমার্কের ফ্যারো দ্বীপপুঞ্জ ও নরওয়ের স্যালবার্ডে সমবেত হন হাজার হাজার উৎসাহী।