ব্রিটেনে ৬৭ বছর পর মামলায় রায়
পুরানো এক মামলায় ব্রিটেনের আদালত পাকিস্তানকে ১ লক্ষ ৫০ হাজার পাউন্ড লিগ্যাল ফি হিসেবে ভারতকে দিতে বলেছে। ৬৭ বছর পুরান হায়দ্রাবাদ তহবিল মামলায় এই আদেশ হয়।
পাকিস্তান স্বাধীন দেশ হিসেবে এই মামলায় দায়মুক্তি চেয়েছিল। কিন্তু ব্রিটেনের আদালত পাকিস্তানের সে আবেদন শোনেনি। ব্রিটেনের বিচারক পাকিস্তান হাইকমিশনকে মামলার বিবাদী ভারতকে ১ লক্ষ ৫০ হাজার পাউন্ড আইনি খরচ হিসেবে পরিশোধ করার নির্দেশ দিয়েছে। হায়দ্রাবাদ ফান্ড এর বর্তমান বাজার দর ৩৫ মিলিয়ন পাউন্ড।
হায়দ্রাবাদ ফান্ড মামলায় বিবাদী ছিল ভারত সরকার, ন্যাশনাল ওয়েস্ট মিনিস্টার ব্যাংক এবং নিজামের ওয়ারিশ মুকাররম ঝাঁ ও মুফ্ফাখাম ঝাঁ। ওয়ারিশরা ৪ লক্ষ পাউন্ড পাবে। ভারত ১ লক্ষ ৫০ হাজার পাউন্ড পাবে। নিজামের বাদ বাকী ওয়ারিশরা প্রত্যেকে ৬০ হাজার পাউন্ড পাবে।
হায়দ্রাবাদ ফান্ড মামলাটি ছিল অর্থ স্থানান্তর সংক্রান্ত এক মামলা। ১০ লক্ষ ৭ হাজার ৯শ ৪০ পাউন্ড ও ৯ শিলিং লন্ডনের এক ব্যাংক হিসাবে হাইকমিশনার অব ইউকে এর নামে জমা করা হয়েছিল। পরে এই হিসাব স্টেট ব্যাংক অব পাকিস্তান গঠনের সময় তার অন্তর্ভুক্ত হয়।
সে সময় এই অর্থ লন্ডনে স্থানান্তর করেছিলেন নিজামের এক প্রতিনিধি। যিনি নিজেকে সেসময় নিজামদের একমাত্র শাসক হিসেবে দাবি করেছিলেন।