১৫০ যাত্রী নিয়ে জার্মান বিমান বিধ্বস্ত

150 feared dead after plane crashes in French Alpsজার্মানির ডাসেলডোর্ফ থেকে স্পেনের বার্সেলোনা যাবার পথে ১৫০ জন আরোহী নিয়ে ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিধ্বস্ত হয়েছে একটি জার্মান বিমান। আরোহীদের মধ্যে ১৪৪ জন যাত্রী ও বাকী ৬ জন বিমানের ক্রু।
ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, যাত্রীদের সবাই নিহত হতে পারেন।
এয়ারবাস এ৩২০ নামের বিমানটি জার্মান এয়ারলাইন জার্মানউইংস-এর মালিকানাধীন। আবার জার্মানউইংস-এর মালিক লুফথানসা কোম্পানি। এয়ারলাইন কর্তৃপক্ষ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে অবগত থাকার কথা জানালেও, এখনও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, দুর্ঘটনায় বিমানটির যাত্রী ও ক্রুদের সকলেই সম্ভবত মারা গেছেন।
দুর্ঘটনার পর ওলাঁদ সাংবাদিকদের বলেন, কেউ বেঁচে আছেন বলে মনে করা হচ্ছে না।
সূত্র জানায়, বিমানটি ১০টা ৪৭ মিনিটে দুর্ঘটনা সংকেত পাঠিয়েছিলো।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনভ বলেন, ইতোমধ্যে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। তিনি দুর্ঘটনাস্থলের দিকে যাত্রা করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button