প্রধানমন্ত্রিত্ব করবেন না ক্যামেরন
ব্রিটেনের পরবর্তী সাধারণ নির্বাচনে আবার নির্বাচিত হলেও তৃতীয় দফায় প্রধানমন্ত্রিত্ব করবেন না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
এক্ষেত্রে নিজের উত্তরসূরি হিসেবে তিনি সম্ভাবনা দেখছেন ব্রিটেনের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে, চ্যান্সেলর জর্জ অসবর্নে এবং লন্ডনের মেয়র বোরিস জনসনের মধ্যে।
ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
ক্যামেরন জানান, পরবর্তী সাধারণ নির্বাচনে যদি আবারও রক্ষণশীলরাই ক্ষমতায় আসে, তাহলে ব্রিটিশ সরকারের নির্বাহী শাখার প্রধান কার্যালয় এবং রাষ্ট্রীয় কোষাগারের কর্তা, তথা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় ‘১০ নম্বর ডাউনিং স্ট্রিট’ ছেড়ে দিয়ে পাঁচ বছরের জন্য পূর্ণ মেয়াদে অন্য কোনো দায়িত্ব পালন করবেন তিনি।