বাংলাদেশে দ্রুত নির্বাচনের আহ্বান ব্রিটিশ পার্লামেন্টের
দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন আয়োজনে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সে দেশের পার্লামেন্ট। বিএনপির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছে পার্লামেন্ট। ১০ মার্চ ঢাকা নগরীতে গুমের শিকার হন সালাহউদ্দিন আহমেদ।
যুক্তরাজ্য পার্লামেন্টের ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ আরো অনেক গুমের ঘটনা রয়েছে। বিবৃতিতে বাংলাদেশে মুক্ত ও অবাধ গণতান্ত্রিক পরিসরের অভাবের কথা উল্লেখ করা হয়। এমপিরা বর্তমান সঙ্কট নিরসনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, এই হাউজ লক্ষ করছে যে, বাংলাদেশে অবাধ ও উন্মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাব রয়েছে।
দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন আয়োজন, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে বা বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পার্লামেন্ট।