নতুন রূপে বিবিসি নিউজ ওয়েব সাইট
বিশ্বজুড়ে জনপ্রিয় নিউজ ওয়েব সাইট বিবিসি’র ওয়েব পেজ বদলে গেছে। নতুন সাজের ওয়েব পেজটি ডেস্কটপ পিসি, ট্যাবলেট ও মোবাইলের উপযোগী করে তৈরি করা হয়েছে। মূল বিবিসি নিউজ অ্যাপ ২০১০ সালে চালু হয়েছিলো।
বিবিসি’র খবর ও আবহাওয়া বিভাগের প্রধান রবিন পামব্রুক বলেন, বিবিসি ওয়েবসাইট এবং অ্যাপ পরিবর্তনের ফলে মোবাইল এবং ট্যাবলেট উভয় ডিভাইসে আমাদের কনটেন্টগুলো আরও ভালো ভাবে কাজ করবে। আর চার বছরের পুরনো ওয়েবসাইটটির ডিজাইন করা হয়েছিলো মূলত ডেস্কটপ পিসির জন্য। তবে কিছু ব্যবহারকারীর কাছে নতুন সাইটটি অন্তঃসারশুণ্য এবং আউটলুক বেশি উজ্জল বলে মনে হয়েছে।
১৯৯৮ সালে প্রথমবারের মতো নিউজ ওয়েবসাইট উদ্বোধন করে বিবিসি। এরপর ২০০০, ২০০৩, ২০০৬, ২০০৮ ও ২০১০ সালে আপডেট করা হয় সাইটটি। গত বারের ওয়েবসাইটি এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সময় ধরে চলেছে।