৭০ বছরে ১৪৮৬২ দুর্ঘটনা, নিহত ১০৬৯৪৪

বিমানে চড়া কতটা নিরাপদ ?

Bimanআবারও বিমান দুর্ঘটনা। আবারও মৃত্যু। স্বজনদের হাহাকার। নিখোঁজদের সন্ধানে অপেক্ষা। বিমান যাত্রার বিশ্ব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রত্যেকটা দুর্ঘটনার পরেই এমন হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দুর্ঘটনার হার কমছে না। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, স্থলপথে আর আকাশপথ উভয়পথেই দুর্ঘটনার আনুপাতিক হার প্রায় সমান। উন্নয়নের সঙ্গে সঙ্গে বিমান পরিষেবা ও ‘ঝাঁকি মুক্ত’ ব্যবস্থার উন্নতি যেমন ঘটেছে, দুর্ঘটনারও তেমন বেড়েছে। ফ্রান্সের আল্পসে ইউরোপীয় উন্নত নিরাপত্তা ব্যবস্থার বিমানও বিধ্বস্ত। ১৫০ আরোহীর একজনও বেঁচে নেই। এখন একটি প্রশ্ন ঘুরে ফিরে সামনে আসছে- বিমানে চড়া কতটা নিরাপদ? প্রাপ্ত উপাত্ত বলছে, বিমানভ্রমণে ভয়ের কিছু নেই। কিন্তু বিমান বিধ্বস্ত-নিখোঁজ আর প্রাণহানির তথ্য দেখলে আঁতকে উঠতে হয়। ৮ মার্চ থেকে এ পর্যন্ত এক বছরেই মারা গেছে ১ হাজার ৯০ জন। গত ৭০ বছরে মোট ১৪ হাজার ৮৬২টি দুর্ঘটনায় ১ লাখ ০৬ হাজার ৯৪৪ জন মানুষের মৃত্যু বা নিখোঁজ হয়েছে।
সাল        দুর্ঘটনার সংখ্যা    নিহত
১৯৪৬        ৩৪১        ১৪০১
১৯৪৭         ২৪৮        ১৩৮৪
১৯৪৮        ২৫৬        ১৪১২
১৯৪৯        ২০৬        ১২৭৯
১৯৫০         ২৩২        ১৫৯৯
১৯৫১         ২২৯        ১২৯৮
১৯৫২         ১৯৯        ১৪৪৬
১৯৫৩         ১৮৮        ১৩২৫
১৯৫৪        ১৯৯        ১০৭৫
১৯৫৫        ১৬৯        ১১৮৪
১৯৫৬        ১৭০        ১১৮৪
১৯৫৭        ১৮৮        ১২৫৪
১৯৫৮        ১৯৪        ১৪৯৩
১৯৫৯        ১৭৬        ১২২৯
১৯৬০        ১৭৫        ১৬৮৫
১৯৬১        ২০১        ১৬৭০
১৯৬২        ২১১        ২১৪৭
১৯৬৩        ১৭৫        ১৪৮৪
১৯৬৪        ১৯৫        ১৪৩৬
১৯৬৫        ২২৯        ১৯৩৩
১৯৬৬        ২০৩        ১৮৩৩
১৯৬৭        ২৫০        ১৮০২
১৯৬৮        ২৮৪        ২০৯৩
১৯৬৯        ৩৬২        ২১৭০
সাল        দুর্ঘটনার সংখ্যা    নিহত
১৯৭০        ৩২৯        ১৯৫৮
১৯৭১        ২৪১        ১৮৫৩
১৯৭২        ২৮১        ২৯২০
১৯৭৩        ২৪৩        ১৫৫৯
১৯৭৪        ২২৪        ২৩৯৯
১৯৭৫        ২৪১        ১৫৮৯
১৯৭৬        ২০৩        ২০৫৩
১৯৭৭        ২৫৭        ২১৯৪
১৯৭৮        ২৩০        ১৬২০
১৯৭৯        ২৪১        ২০২৭
১৯৮০        ২৪৭        ১৯২২
১৯৮১        ২০৩        ১২৬৭
১৯৮২        ১৯৯        ১৬৬৬
১৯৮৩        ২০৭        ১৬৫৪
১৯৮৪        ১৮৮        ৯৪৪
১৯৮৫        ১৯৩        ২৭২৫
১৯৮৬        ১৮৪        ১৪৩৪
১৯৮৭        ২২৯        ১৭৫৪
১৯৮৮        ২০১        ২১০৮
১৯৮৯        ২৪৩        ২১৯৪
১৯৯০        ২৩১        ১১৫২
১৯৯১        ২২২        ১৭৮৭
১৯৯২        ২৪৪        ২০০৫
১৯৯৩        ২৫১        ১৫৩২
সাল        দুর্ঘটনার সংখ্যা    নিহত
১৯৯৪        ২২৭        ১৭১৭
১৯৯৫        ২২১        ১৬২৭
১৯৯৬        ২১৮        ২৩১৪
১৯৯৭        ২১৩        ১৫৬২
১৯৯৮        ২০১        ১৫৫২
১৯৯৯        ২০৬        .৯৫৫
২০০০        ১৯৯        ১৩৬৬
২০০২        ২০৫        ১২৬৬
২০০৩        ২০৫        ১১০৪
২০০৪        ১৮২        ৬৬৭
২০০৫        ১৯৯        ১২৮৯
২০০৬        ১৯৭        ১১৯৪
২০০৭        ১৯৪        ৮৪৯
২০০৮        ১৮৬        ৭৩৪
২০০৯        ১৮৩        ১০০৭
২০১০        ১৭১        ১০৩৮
২০১১        ১৫৪        ৬৯৮
২০১২        ১৫২        ৬৩৮
২০১৩        ১৭৮        ৩৫৫
২০১৪        ১৬২        ১২১৪
২০১৫        ২৬        ২৩৬
সূত্র : ফ্লাইট সেফটি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button