সৌদি আরবে আশ্রয় নিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট
হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবে আশ্রয় নিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট মানসুর হাদি। এর আগে গত ২৫ মার্চ শিয়া হুতিদের হামলার ভয়ে বন্দর শহর এডেন থেকে পলিয়েছিলেন প্রেসিডেন্ট মানসুর হাদি। গত দুইদিন তিনি কোথায় ছিলেন সেটি ছিল অজানা। একই দিনে বিদ্রোহীরা সরকারের প্রতিরক্ষা মন্ত্রীকেও আটক করে। সৌদি টেলিভিশন জানায় রিয়াদ বিমানবন্দরে পৌছানোর পর প্রেসিডেন্ট হাদি সাক্ষাত করেন সৌদি যুবরাজের সাথে। এরআগে সৌদি বাদশাহ ইয়েমেনে সৌদি নিয়ন্ত্রিত জোট জিসিসি’কে বিমান হামলার নির্দেশ দেন। পাশাপাশি স্থল অভিযানের জন্য দেড় লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে ইয়েমেনের সীমান্তে। সৌদি’র এই হামলায় সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে সৌদি’র এই হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইয়েমেনে।