ওয়েস্টমিনস্টারে বাংলাদেশের পতাকা

Westminsterস্বাধীনতা দিবসের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছে যুক্তরাজ্যের অভিজাত গির্জা ওয়েস্টমিনস্টার অ্যাবে। বৃহস্পতিবার এ গির্জায় বাংলাদেশের মানুষের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনাও করা হয়।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এমএ হান্নান বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়েস্টমিনস্টার অ্যাবে বৈকালিক প্রার্থনার আয়োজন করেছিল। এতে আমন্ত্রিত হন এমএ হান্নান। তিনি হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিকাল পাঁচটার দিকে প্রার্থনা শুরু হয়। এতে বাংলাদেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি নেতৃত্বের মঙ্গল কামনা করা হয়। এ দিন তারা এককভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। ওয়েস্টমিনস্টার অ্যাবের এ আয়োজনকে বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের বলে মনে করেন এমএ হান্নান।
লন্ডনের প্রাণ কেন্দ্রে ‘ওয়েস্টমিনস্টার অ্যাবে’ ব্রিটিশ রাজপরিবারের নিয়ন্ত্রণাধীন। ৯৬০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এ গির্জা ১০৬৬ সাল থেকে রাজপরিবারের আনুষ্ঠানিক উপাসনালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button