প্রতি ২০ শিক্ষার্থীর একজন পতিতা !
ব্রিটেনের লন্ডনে প্রতি ২০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর একজন খরচ মেটাতে বিভিন্ন যৌন ব্যবসায় যুক্ত হন। শিক্ষা ব্যয় ছাড়াও নিজেদের দৈনন্দিন খরচ মেটাতে তারা এ ধরনের কাজে নিজেদের যুক্ত করেন। পতিতাবৃত্তি, উত্তেজক নাচ, স্ট্রিপ ড্যান্স ইত্যাদির মাধ্যমে তারা আয়ের পথ বেছে নেন। সাম্প্রতিক এক জরিপে এসব তথ্য পাওয়া যায়। ‘দ্য স্টুডেন্ট সেক্স ওয়ার্ক প্রজেক্ট’ নামের একটি সংগঠন এ জরিপ পরিচালনা করে। তাদের পাওয়া তথ্য মতে, শিক্ষার্থীরা পরিবারকে এ বিষয়ে অভিহিত করেন না। পুরুষরা নারী শিক্ষার্থীদের তুলনায় এ কাজকে জীবিকা হিসেবে বেছে নেয়ার প্রবণতা বেশি বলে জরিপে জানানো হয়। সবাই অর্থের কারণে এ পেশায় যুক্ত হন না বলে জানান জরিপ দলের প্রধান ড. ট্রেসি সাগার।
তিনি বলেন, অনেকে উত্তেজনার বশে অথবা কৌতূহল থেকে এসব কাজে নিজেকে যুক্ত করেন। জরিপে দেখা যায় একজন শিক্ষার্থী এ কাজে এক রাতে আয় করে থাকেন ৫০ থেকে ৮০০ পাউন্ড পর্যন্ত। অনলাইনসহ বিভিন্ন উপায়ে বিজ্ঞাপনের মাধ্যমে এসব কাজে শিক্ষার্থীদের নিয়োগ দেয়া হয়।
উল্লেখ্য, ইংল্যান্ডে বছরে একজন শিক্ষার্থীর শিক্ষা ব্যয় ৪৪ হাজার পাউন্ড পর্যন্ত হয়ে থাকে।