হত্যার দায় থেকে মুক্তি পেলেন আমান্ডা নক্স
ব্রিটিশ ছাত্রী মেরিডিথ কেরচার হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন আমেরিকার নাগরিক আমান্ডা নক্স এবং তার ইতালীয় বন্ধু রাফায়েতো সলেসিটো। গত শুক্রবার ইতালির সর্বোচ্চ আদালত তাদের পক্ষে এই রায় দেয়।
২০০৯ সালে হত্যা হামলায় এই দুজন অভিযুক্ত হন। ২০১১ সালে মামলাটি বাতিল হয়ে গেলে তারা মুক্তি পান। তবে গত বছর আরেক আদালতে মামলাটির পুনর্বিচার শুরু হয়। উল্লেখ্য, ২০০৭ সালে ইতালির পেরজিয়া শহরে একটি কক্ষ থেকে কেরচারের মরদেহ উদ্ধার করা হয়। কক্ষটি ভাগাভাগি করে আমান্ডা নক্সও থাকতেন। এ ঘটনার কয়েকদিন পর আমান্ডা এবং তার বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তারা সব সময়ই নিজেদের নির্দোষ দাবি করে আসছিলেন। এদিকে, তাদের খালাস দেয়ার কারণ আগামী ৯০ দিনের মধ্যে জানানো হবে বলে আদালতের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
রায়ের পর আমান্ডা নক্স বলেন, ‘আমি দারুণ স্বস্তি বোধ করছি। আমি নিরপরাধ, আর এটাই আমাকে ভয়ঙ্কর ঘটনার খুব খারাপ সময়েও শক্তি জুগিয়েছে।’