রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে পুনঃঅর্থায়ন করবে সরকার : অর্থমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ভালো না বলে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অবস্থার উন্নয়নে এগুলোতে পুনরায় অর্থায়ন করা হবে। রোববার বিকালে সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চেয়ারম্যান ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানও উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকগুলোর সার্বিক অবস্থা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর যেসব কেলেঙ্কারি ইতিপূর্বে গণমাধ্যমে এসেছে বৈঠকে সেগুলোও পর্যালোচনা করা হয়েছে। তবে পর্যালোচনায় ব্যাংকগুলোর অবস্থা সন্তোষজনক নয় বলে মনে হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, সার্বিক অবস্থা বিবেচনায় সরকারি কোষাগার থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে পুনরায় অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাজেটেও এ বিষয়ে বিধান রাখা হয়েছে।