ভাগ্য হলো না মুস্তফা কামালের
আইসিসির রীতি অনুযায়ী বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন সভাপতি। নিকট অতীতেও তাই হয়েছে। কিন্তু কেবল এবারই হলো ব্যতিক্রম। আইসিসি সভাপতি হয়েও আহম মুস্তফা কামালের (লোটাস কামাল) ভাগ্য হলো না ট্রফি তুলে দেবার।
রবিবার মেলবোর্নে বিশ্বকাপের ফাইনালে নিজজিল্যান্ডকে হারিয়ে শিরোপপা জিতেছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন আইসিসি চেয়ারম্যান ভারতের এন শ্রীনিবাসন। অজ্ঞাত কারণেই আইসিসি সভাপতির দেখা মেলেনি ট্রফি প্রদান অনুষ্ঠানে।
যদিও প্রায় দিন কুড়ি আগেই অস্ট্রেলিয়া গিয়েছিলেন আহম মুস্তফা কামাল (লোটাস কামাল)। কিন্তু ভারতের কুটচালে এ যাত্রা হতাশ হতে হচ্ছে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রীকে। বাংলাদেশ থেকে লোটাস কামাল আইসিসি সভাপতি হওয়ার প্রক্রিয়া দেখেই ভারত জোর করে সংস্থাটির গঠনতন্ত্র, কাঠামো পরিবর্তন করে। নতুন চেয়ারম্যান পদ তৈরি করে। যেখানে শ্রীনিবাসন নিয়োগ পান।
তাছাড়া কোয়ার্টার ফাইনালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিপক্ষে বাজে আম্পায়ারিংয়ের কারণে কঠোর বক্তব্য দিয়েছিলেন লোটাস কামাল। আম্পায়ার ও ভারতীয়দের সমালোচনা করেছিলেন তিনি। তারপরই আইসিসি তার উপর বিরাগভাজন হয়ে পড়ে। এমনকি শ্রীনিবাসন ও সিইও ডেভ রিচার্ডসন সংবাদ সম্মেলনে লোটাস কামালের প্রতি বিষোদগার করেছেন।