মায়েদের সচেতনতা সৃষ্টিতে মৌসুমী

Mousumiজাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনএফপিএ বিশ্বব্যাপী তারকাদের নিয়ে সমাজের মানুষের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ করে থাকে। মায়েদের সচেতনতা গড়ে তুলতে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানোর পক্ষে এখন পর্যন্ত পিএসএম (পাবলিক সার্ভিস ম্যাসেজ)-এ কথা বলেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি, মুম্বাইয়ের কাজল ও টুইংকেল খান্না। বাংলাদেশে ইউএনএফপিএ সম্প্রতি এক জরিপে তারকাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এবং সুখী তারকা হিসেবে মৌসুমীর জনপ্রিয়তাকে শীর্ষ স্থানে দেখতে পান। এ বিবেচনায় বাংলাদেশ থেকে মায়ের শাল দুধ খাওয়ানোর বিষয়ে ‘পিএসএম’-এ সংক্ষেপে কথা বলেছেন প্রিয়দর্শিনী তারকা মৌসুমী। বিষয়টি ভিডিও আকারে ধারণের কাজ সম্পন্ন হয়েছে গত শুক্রবার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ‘ক্রিয়েটিভ মিডিয়ার’ ব্যানারে এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র লুসি তৃপ্তি গমেজ। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই বিটিভিসহ দেশের বিভিন্ন চ্যানেলে এটি প্রচার শুরু হবে। এমন একটি কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মৌসুমী বলেন, ‘এর আগেও আমি সমাজকল্যাণ ও সচেতনাতামূলক কাজে অংশগ্রহণ করেছি। এই ধরনের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। শুধু শিল্পী হিসেবেই নয়, একজন সচেতন মানুষ হিসেবে সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা এবং ভালোবাসা থেকে এসব কাজে আগ্রহ নিয়ে অংশগ্রহণ করি। আমি বিশ্বাস করি, এই কাজগুলোই মানুষের মাঝে থেকে যাবে।’ উল্লেখ্য, মৌসুমী তার ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’, ‘ইউনিসেফ’সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সমাজ সচেতনতামূলক কাজে তার শিল্পী জীবনের শুরু থেকেই অংশগ্রহণ করে আসছেন। এসিড দগ্ধ, অবাঞ্চিত শিশু, প্রতিবন্ধী শিশু, অবহেলিত মায়েদের জন্য নানা ধরনের কার্যক্রমেও অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button