ভেঙে দেয়া হলো ব্রিটিশ পার্লামেন্ট, নির্বাচনী প্রক্রিয়া শুরু
ব্রিটেনে ২০১৫ সালের সাধারণ নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত মধ্যরাতে পার্লামেন্ট ভেঙে দেবার মধ্যে দিয়ে কনজারভেটিভ-লিবারেল ডেমোক্র্যাট কোয়ালিশন সরকারের মেয়াদ শেষ হয়েছে। ব্রিটেনের রানি এলিজাবেথ আজ কোন এক সময় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে এক সংক্ষিপ্ত সাক্ষাৎ করবেন। আগামী ৭ মে অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রধান দুই প্রার্থী হচ্ছেন বিদায়ী প্রধানমন্ত্রী কনসারভেটিভ পার্টির ডেভিড ক্যামেরন এবং প্রধান বিরোধীদল লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড।
মনে করা হচ্ছে, গত কয়েক দশকের মধ্যে এবারের নির্বাচনেই সবচাইতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।
কিন্তু গত কয়েক দশকের মধ্যে আর কখনোই ব্রিটেনের সাধারণ নির্বাচনে কে জিতবে তা অনুমান করা এত দুরূহ হয়ে ওঠেনি।
বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, জনপ্রিয়তার দৌড়ে দু’দলই খুব সামান্য ব্যবধানে এগিয়ে বা পিছিয়ে আছে।
এর ফলে অনেক বিশ্লেষকই মনে করছেন, হয়তো কোন দলই এবার স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
কনজারভেটিভ এবং লেবার পার্টি ছাড়াও আরো যে দলগুলো এ নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে – তার মধ্যে আছে নিক ক্লেগের লিবারেল ডেমোক্র্যাট পার্টি, নাতালি বেনেটের গ্রিন পার্টি, নাইজেল ফারাজের ইউকে ইনডিপেন্ডেন্স পার্টি, আর অ্যালেক্স স্যামন্ডের স্কটিশ ন্যাশনাল পার্টি।