কেন্টিস্ট টাউন বায়তুল আমান মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরনী সম্পন্ন

Kentistনর্থওয়েস্ট লন্ডনের অভিজাত এলাকা কেন্টিস্ট টাউনে অবস্থিত কেন্টিস্ট টাউন বায়তুল আমান উইকেন্ড মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক পুরস্কার বিতরনী ও শিক্ষার্থীদের আকর্ষনীয় প্রদশর্নী সম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক, মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে গত ২৯ মার্চ রোববার কেন্টিস্ট টাউন মসজিদের কমপ্লেক্সে অনুষ্ঠিত শিশু শিক্ষা প্রদর্শন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে বক্তারা  শিশুদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে দ্বীন ইসলামের সঠিক নির্দেশনা প্রদানের উপর গুরুত্বারোপ করে বলেন, শিশুরা আগামী দিনের সমাজ, দেশ ও রাস্ট্র গঠনের হাতিয়ার। তাদেরকে সত্য, সুন্দর ও সঠিক পথের নির্দেশনা প্রদানের মাধ্যমে সত্যানুসন্ধান জাতি গঠনের যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তোলা অভিভাবক হিসেবে আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব।
বক্তারা শিশুদের মনে দেশ প্রেম, পিতা মাতা ও পরিবারের প্রতি তাদের দায়িত্ববোধ জাগ্রত করতে দ্বীন ইসলামের যথার্থ শিক্ষা প্রদানের জন্য বায়তুল আমান মাদ্রাসার মতো প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে বলেন, দ্বীনি শিক্ষা প্রতিটি মানুষকে দেশ প্রেমের চেতনায় উদ্ধুদ্ধ করে আর সেই শিক্ষা যদি শিশুকালে প্রদান করা হয় তবে ভবিষ্যতে নাগরিকরা দায়িত্বশীল হিসেবে গড়ে উঠে।
কেন্টিস্ট টাউন বায়তুল আমান উইকেন্ড এ্যারাবিক মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মোহাম্মদ আখতার হোসাইন এর সভাপতিত্বে ও হাফিজ মাওলানা আবুল খায়ের এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্টিস্ট টাউন বায়তুল আমান মসজিদের খতিব ও মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা ওয়াহিদ উজজামান ইকবাল, মসজিদ কমিটির চেয়ারম্যান শাহজাহান মোহাম্মদ, সেক্রেটারী জামিল আহমদ ও এসিসটেন্ট ট্রেজারার সেলিম আহমদ।
হাফেজ মাওলানা আনোয়ার এর তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মোহাম্মদ আখতার হোসাইন মাদ্রাসার প্রতিষ্ঠার বিবরন ও বর্তমান অবস্থান তুলে ধরে বলেন, দ্বীনি শিক্ষার প্রতি ভবিষ্য বংশধরদের উতসাহিত করতে মাত্র ৬ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া প্রতিষ্ঠানটিতে এখন একশত ত্রিশ জন ছেলে মেয়ে ইসলাম শিক্ষার প্রাথমিক ধারনা গ্রহনের পাশাপাশি পবিত্র কোরআন হিফজ করছে।
তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠনটিতে পরিপুর্ন আলেম হওয়ার শিক্ষা প্রদানের সুযোগের সীমাবদ্ধতা রয়েছে তবে যারা পড়াশোনা করছে তাদের মনে আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীন শিক্ষার প্রতি ভালোবাসা সৃস্টি করে দিতে চেষ্টা করছে। হাফেজ আখতার মাদ্রসা নতুন প্রচেষ্ঠায় অভিভাবক ও শিক্ষার্থীদের সামনে তুলে ধরে সকলের সহযোগীতা  কামনা করেন।
অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন মাওলানা আবুল হাসোইন।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা সোয়েব, হাফেজ মাওলনা আনাস, হাফেজ সাইদ উসমান, মোহাম্মদ তানভির।
মসজিদ কমিটির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার আমিনুল ইসলাম, আনা মিয়া, আব্দুর রহিম ও হাফিজ মিয়া প্রমূখ।
দ্বিতীয় বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ৩৫ শিক্ষার্থী শিক্ষক, অভিভাবক ও শুভানুধাযীদের সামনে কেরাত নাশিদ, দোয়া ও ইসলামী শিক্ষা প্রদর্শনী করেন।
পুরস্কার বিতরনী পর্বে এ বছর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থী এ্যাওয়ার্ড সনদপত্র প্রদানের প্রদান ছাড়াও নিয়মিত উপস্থিত ও উত্তম ব্যবহারের অধিকার শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব ও হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা ওয়াহিদুজ্জামান ইকবাল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button