ডায়নার মৃত্যু নিয়ে নতুন রহস্য
প্রিন্সেস ডায়নার মৃত্যুর পর কেটে গেছে ১৬ বছর। এরপরও তার মৃত্যুরহস্য সমাধান হয়নি। সম্প্রতি ডায়নার মৃত্যু নিয়ে গোপন সূত্র থেকে পাওয়া তথ্যে এ রহস্য নতুন মোড় নিয়েছে।
ওই সূত্রের দাবি, সড়ক দুর্ঘটনা নয় ডায়নার মৃত্যু হয়নি। তাকে হত্যা করা হয়েছিল। ডায়নার হত্যাকাণ্ডের জন্য একজন বৃটিশ সেনা কর্মকর্তা দায়ী বলে দাবি করেছে ওই সূত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র একজন বৃটিশ সেনাকে অভিযুক্ত করে সাত পৃষ্ঠার একটি চিঠি লিখেছে, যেখানে ডায়ানা ও তার বন্ধুর মৃত্যুর পেছনে রাজকীয় বৃটিশ বিশেষ বিমান বাহিনীর সম্পৃক্ততার কথা উল্লেখ রয়েছে বলে সিএনএন এক প্রতিবেদনে সানডে পিপল পত্রিকার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে। তবে, সানডে পিপল পত্রিকা কোনো সূত্র থেকে এসব তথ্য পেয়েছে তা জানায়নি।
সানডে পিপলের এসব তথ্যে ‘বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা’ খতিয়ে দেখছে পুলিশ।
স্কটল্যান্ড ইয়ার্ড অবশ্য নতুন করে তদন্ত শুরু করার বিষয়টি স্বীকার করেনি। তাদের দাবি এ নিয়ে তাদের তদন্ত চলছিল।
১৯৯৭ সালের ৩১ আগস্ট প্রিন্সেস ডায়না, তার ছেলে বন্ধু দোদি আল ফায়াদ ও ড্রাইভার হেনরি পল নিহত হন।
২০০৮ সালে বৃটিশ আদালত তাদের মৃত্যুর জন্য বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করে। আদালত ড্রাইভার মাতাল ছিল বলেও উল্লেখ্য করে। ফটোগ্রাফারদেরও দুর্ঘটনার জন্য দায়ী করা হয়। ফটোগ্রাফাররা তাদের ছবি তোলার চেষ্টা করছিলেন।