মুসলিম উম্মার দায়িত্ব মাদরাসার ছাত্রদেরকেই নিতে হবে : অধ্যক্ষ যাইনুল আবেদীন
গত রোববার রাজধানীর মিরহাজীরবাগস্থ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মূল ক্যাম্পাসে ২০১৫ সালের আলিম পরীক্ষার্থীদের জন্যে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। তিনি বলেন, মুসলিম উম্মার দায়িত্ব মাদরাসার ছাত্রদেরকেই কাঁধে তুলে নিতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানরা আজ চরমভাবে নির্যাতিত হচ্ছে। মুসলমানদের এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মাদরাসার ছাত্রদেরকে কাণ্ডারীর ভূমিকা পালন করতে হবে। প্রতিনিয়ত মুসলমানদের জন্য আল্লাহ্র কাছে দোয়া করতে হবে।
মাদরাসার মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ এর পরিচালনায় আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তৃতায় মাদরাসার উপাধ্যক্ষ ড. মুফতী মাওলানা আবু ইউসুফ খান বলেন, মাদরাসার ছাত্রদেরকে শরয়ী ইল্ম ও আমলের সমন্বয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে এবং জাতিকে সঠিক পথের সন্ধান দিতে হবে। এতে আরো বক্তব্য রাখেন মাদ্রাসার হেড মুহাদ্দিস জনাব, আ.ন.ম হেলাল উদ্দিন ও মুফতি মাওলানা মিজানুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।