সাংবাদিক আশরাফুল প্রধানমন্ত্রীর নতুন ডেপুটি প্রেস সেক্রেটারি
সাংবাদিক আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার দুপুরে খোকন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে। যোগদানের পরপরই তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন।
এর আগে খোকন যুক্তরাষ্ট্রে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’র প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাজীপুরের কাপাশিয়া উপজেলায়।
প্রসঙ্গত, ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম যোগদানের পর প্রধানমন্ত্রীর প্রেস উইং-এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে মোট ৭ জনে। এর মধ্যে একজন প্রেস সেক্রেটারি, ৪ জন ডেপুটি প্রেস সেক্রেটারি ও ২জন সহকারি প্রেস সেক্রেটারি ছিলেন।
উল্লেখ্য, ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার উপর গ্রেনেড হামলায় এই সাংবাদিক গুরুত্বর আহত হয়েছিলেন। তিনি তখন চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।