নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বুহারি
নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক জেনারেল মোহাম্মাদু বুহারিকে জয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে জানানো হয়েছিল, বেশির ভাগ ভোট গণনাশেষে তিনি ১৪ মিলিয়ন ভোটে এগিয়ে রয়েছেন।
দেশটির ৩৬টি রাজ্যের মধ্যে ৩৩টির গণনাশেষে দেখা যাচ্ছে, বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জোনাথন পেয়েছেন ১১ মিলিয়ন ভোট পেয়েছেন।
নাইজেরিয়ার নির্বাচনী নিয়ম অনুযায়ী বিজয়ী হতে হলে প্রার্থীকে মোট ভোটের ৫০ শতাংশ পাওয়ার পাশাপাশি দুই তৃতীয়াংশ রাজ্যে অন্তত ২৫ শতাংশ ভোট পেতে হয়। একজন বিশ্লেষক জানিয়েছেন, বুহারি যে ব্যবধানে এগিয়ে রয়েছেন, তাতে করে গুডউইলের পক্ষে তাকে ডিঙানো সম্ভব হবে না।