নিরাপদে বাড়ি ফিরে পাইলটকে ধন্যবাদ !
ব্রিটেনে একটি বিমানের নারী যাত্রী নিরাপদে বাড়ি ফিরে বিমানের পাইলটকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লিখেছেন। আর এর ফলে বিমান যাত্রায় যে মানুষের ভীতি বাড়ছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে।
সমপ্রতি জার্মানের একটি বিমান বিধ্বস্ত হয়ে দেড়শ’ যাত্রী নিহত হন যা বিমানটির কো পাইলটের কারণে ঘটেছে বলে প্রমাণ পাওয়া গেছে। এরপর বিমান যাত্রীদের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা গেছে। ওই নারী চিঠিতে পাইলটকে লিখেছেন, আমরা বিমানে চড়ার সময় জীবনটা আপনার হাতে সংরক্ষিত রেখে দিই। আপনিই পারেন আমাদের নিরাপদে বাড়ি ফেরাতে। সেই কাজটি করায় আপনাকে ধন্যবাদ জানানো উচিত বলে মনে করি। পাইলট তার টুইটার অ্যাকাউন্টে চিঠিটি পোস্ট করেছেন। বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করেছিল। তবে কোথায় এবং কোন্ ফ্লাইটে নিরাপত্তার কারণে সেই বিষয়ে কিছু জানাননি ওই পাইলট কিংবা নারী যাত্রী।