এথনিক প্রার্থীদের জন্য লেবার পার্টির বিশেষ প্রচারণা

Labour Partyআগামী ৭ মে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে দলের এথনিক (ব্ল্যাক, এশিয়ান এন্ড মাইনোরিটি বা বিএএমই) প্রার্থীদের জন্য বিশেষ প্রচারণা শুরু করেছে লেবার পার্টি। দলটি এথনিক প্রার্থীদের প্রচারণায় সহযোগিতা করার লক্ষ্যে চালু হয়েছে বিশেষ বাস। ‘বিএএমই বাস’ নামের এই ক্যাম্পেইন বাস গত ২৪ মার্চ মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনে অবস্থিত লেবার পার্টির হেড অফিসের সামনে থেকে চালু করা হয়।  লেবার পার্টির জ্যেষ্ঠ্য নেতারা এই বাসে চড়ে এথনিক প্রার্থীদের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালাবেন।
উল্লেখ্য যে, এবার লেবার পার্টি মোট ৪৫ জন এথনিক  প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছে। এদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রয়েছেন ৭ জন। এরা হলেন রুশানারা আলী, টিউলিপ সিদ্দিক, রুপা আশা হক, আনোয়ার বাবুল মিয়া, মেরিনা আহমেদ, সুমন হক এবং আখলাকুল ইসলাম।
মঙ্গলবার ‘বিএএমই’ ক্যাম্পেইন বাস চালু উপলক্ষে লেবার পার্টির প্রধান কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় লেবার পার্টির এথনিক মাইনোরিটি টাস্কফোর্সের চেয়ারম্যান কিথ ভাজ এমপি সাংবাদিকদের কাছে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ব্রিটিশ রাজনীতিতে এতনিক কমিউনিটির প্রতিনিধিত্বের ক্ষেত্রে অন্যান্য দলের তুলনায় লেবার পার্টি এগিয়ে। দলটি সর্বোচ্চসংখ্যক এথনিক কমিউনিটির প্রার্থী মনোনয়ন দিয়েছে। কিথ ভাজ আশা আশাবাদ ব্যক্ত করে বলেন, এবছর মনোনয়ন প্রাপ্ত বাঙালি প্রার্থীদের মধ্যে ৩ জনের জয়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত। তিনি এদের নাম উল্লেখ না করলেও যে ৩ জনের জয়ের সম্ভাবনা প্রবল তারা হলেন, বেথনাল গ্রীন এন্ড বো আসনের বর্তমান এমপি রুশানারা আলী, ইলিং সেন্ট্রাল এন্ড একটন আসনে ড. রুপা হক এবং হ্যাম্পস্ট্যাড এন্ড কিলবার্ন আসনে টিউলিপ সিদ্দিক।
অনুষ্ঠানে উপস্থিত বেথনাল গ্রিন এন্ড বো আসনের বাঙালি বংশোদ্ভুত এমপি রুশানারা আলী আগামী নির্বাচনে লেবার পার্টিকে ভোট দেয়ার জন্য বিশেষভাবে অনুরুধ জানান। তিনি বলেন, লেবার পার্টির পলিসি সাধারণ মানুষের জীবনকে লক্ষ্য করে সাজানো। লেবার পার্টি বিজয়ী হলে এনএইচএস রক্ষা পাবে, টিউশন ফি কমবে, বেডরুম ট্যাক্স তুলে দেয়া হবে এবং বানানো হবে নতুন ঘরবাড়ী।
ইলিং সেন্ট্রাল এন্ড একটন থেকে মনোনয়ন প্রাপ্ত আরেক বাঙালি প্রার্থী ড. রুপা হক তাঁর জয়ের ব্যাপারে আশাবাদী উল্লেখ করে আগামী নির্বাচনে লেবার পার্টিকে ভোট দেয়ার জন্য সবার প্রতি আহবান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button