ক্ষমতার মোহে দেশ ধ্বংস করা হচ্ছে : এরশাদ

Ershadক্ষমতার মোহে গোটা দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার তাঁর বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় যুব সংহতির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, অসুস্থ রাজনীতির কারণে দেশের মানুষ আজ দিশেহারা। মানুষ মরুক আর বাঁচুক সে দিকে খেয়াল নেই। মানুষকে পুড়িয়ে মেরে এরা ক্ষমতায় যেতে চায়। এই ধংসের রাজনীতির অবসান ঘটিয়ে শান্তি ও সমৃদ্ধির রাজনীতি ফিরিয়ে আনতে জাতীয় পার্টির কোনও বিকল্প নাই।
তিনি বলেন, দেশে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। প্রতিবছর ২৭/২৮ লাখ শিক্ষিত যুবক শ্রমবাজারে প্রবেশ করছে। তার মধ্যে এক লাখের মত যুবকের কর্মসংস্থান হচ্ছে। বাকিরা হতাশায় ভুগে- নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব দিকে কারো খেয়াল নেই। তারা শুধু ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় টিকে থাকার মোহে আত্মহারা হয়ে আছে।
যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এম.এ. হান্নান, সাইদুর রহমান ট্যাপা, এস.এম. ফয়সল চিশতী, যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, আবু সাঈদ স্বপন প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button