আনুষ্ঠানিকভাবে আইসিসি’র সদস্য হলো ফিলিস্তিন
ফিলিস্তিন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি’র সদস্যপদ লাভ করেছে। এর মধ্যদিয়ে হেগ ভিত্তিক এ আদালতের ১২৩তম সদস্য হলো ফিলিস্তিন।
এর ফলে অধিকৃত ফিলিস্তিনে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তাদের বিচার করার পথ প্রশস্ত হয়েছে । কারণ সদস্যপদ থাকার কারণে সংস্থাটিতে ফিলিস্তিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসরাইলের যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করা হবে।
অবশ্য এরইমধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত আগ্রাসন চালিয়ে যুদ্ধপরাধ সংগঠিত করায় আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে।
গত জানুয়ারিতে আইসিসির আইনজীবী ফাতৌ বেনসৌদা এক বিবৃতিতে জানিয়েছিলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধপরাধ সংগঠিত করার অপরাধে আদালত তেল আবিব সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত অসংখ্য ফিলিস্তিনি শহীদ হয়েছে। এর মধ্যে গত গ্রীষ্মেই ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনে কয়েক হাজার ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেন।