ব্রিটিশ রাজপ্রাসাদে শ্রমিক ধর্মঘট !
ব্রিটেনের ইতিহাসে এই প্রথম শ্রমিক ধর্মঘটের ঝামেলায় পড়তে চলেছে রানী এলিজাবেথের রাজপ্রাসাদগুলোর মধ্যে অন্যতম উইন্ডসর ক্যাসল। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে এপ্রিলের শেষের দিকে আংশিক ধর্মঘটে যেতে পারে বলে হুমকি দিয়েছে ওই প্রাসাদের শতাধিক কর্মী। প্রাসাদের কর্মচারীরা জানান, চাকরির শুরুতে মোট বার্ষিক ১৪ হাজার ৪০০ পাউন্ড বেতন পান তারা, যা ইংল্যান্ডের মতো দেশে একজন মানুষের জীবনধারনের জন্য অপর্যাপ্ত। এরও পর বাড়তি দায়িত্ব হিসেবে পর্যটকদের প্রাসাদ ঘুরিয়ে আনা থেকে শুরু করে তাদের জন্য দোভাষী হিসেবে কাজ করা ও প্রাথমিক চিকিৎসার মতো বাড়তি কাজ করতে হয়। ৩১ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে ধর্মঘট নিয়ে শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে ভোটাভুটি হবে।