২০৫০ সালের মধ্যে ভারত বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ

Indian Muslimআগামী ২০৫০ সালের মধ্যে ইসলাম ধর্মাবলম্বীদের জনসংখ্যার নিরিখে ইন্দোনেশিয়াকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে পরিনত হবে ভারত। আর বিশ্বের জনসংখ্যার আধিক্যের নিরিখে তৃতীয় স্থানে উঠে আসবে হিন্দু ধর্ম। বিশ্বের ধর্মীয় প্রোফাইলের ও পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। খবর জিবাংলা’র।
সমীক্ষায় দেখা গেছে, সারা বিশ্বে অত্যন্ত দ্রুতহারে বাড়ছে মুসলিম জনসংখ্যা। যার সঙ্গে মোটামুটি সামঞ্জস্য রেখে বাড়ছে হিন্দু ও খ্রিস্টান ধর্মবলম্বীদের সংখ্যা। ভারত ইন্দোনেশিয়াকে ছাপিয়ে গিয়ে মুসলিম জনসংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম দেশ হয়ে উঠলেও দেশটিতে হিন্দু জনসংখ্যারই প্রাধান্য থাকবে।
২০৫০ সালের মধ্যে বিশ্বে হিন্দুদের সংখ্যা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হিন্দুসম্প্রদায়ের জনসংখ্যা দাঁড়াবে ১.৪ বিলিয়ন। যা ওই সময় বিশ্বের জনসংখ্যার প্রায় ১৪.৯ শতাংশ। অর্থাৎ হিন্দুরাই হবেন ধর্মীয় প্রোফাইল অনুযায়ী জনসংখ্যার নিরিখে বিশ্বের তৃতীয় বৃহত্তম। একই সঙ্গে কোন ধর্মে বিশ্বাসী নয় (নাস্তিক) এমন লোকজন হবেন বিশ্বের জনসংখ্যার ১৩.২ শতাংশ। এ মুহূর্তে জনসংখ্যার নিরিখে নাস্তিকরাই তৃতীয় স্থানে রয়েছেন।
বৌদ্ধদের সংখ্যা শুধু চিন, জাপান ও থাইল্যান্ডে  বাড়বে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button