মিশরে গণহত্যার প্রতিবাদে খেলাফত মজলিস লন্ডন মহানগরীর প্রতিবাদ সভা

Bishwaমিশরে মুসলিম গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর প্রতিবাদ সভা ১৮ই আগস্ট ২০১৩ লন্ডনস্থ খিদমাহ একাডেমিতে অনুষ্ঠিত হয়। লন্ডন মহানগর সভাপতি মাওলানা শাহানুর মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুসলেহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা নেজাম উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের সভাপতি মাওলানা রেজাউল হক, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাওলানা লুৎফুর রহমান, মাওলানা রশীদ আহমদ, মাওলানা আবুল কালাম,  আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, হাফিজ শহীর উদ্দিন, হাফিজ মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নেজাম উদ্দিন বলেন মিশরে ব্রাদারহুড নেতাকর্মী ও সমর্থকদের উপর সে দেশের সেনাবাহিনীর যেভাবে গণহত্যা চালিয়েছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না। মিশরে সেনাবাহিনী ইসলাম বিরোধী অপশক্তির ক্রিড়ানক হয়ে নজিরবিহিন মুসলিম গণহত্যায় মেতে উঠেছে। আর এ গণহত্যার বিষয়ে জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের ভূমিকায় মানবতাবাদী শান্তিকামী জনতা হতাশ হয়েছে। তাই সময় এসেছে মুসলিম স্বার্থ রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। মিশরে শহীদদের দরজা বুলন্দির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button