কামারুজ্জামানের সাথে আইনজীবিদের সাক্ষাত
রিভিউ নিষ্পত্তির পর পদক্ষেপ
জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বিষয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তির পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।
শনিবার ঢাকার কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার পর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, রিভিউ আবেদনের শুনানিসহ প্রয়োজনীয় আইনি পরামর্শের জন্য আমরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করতে এসেছিলাম। রিভিউ আবেদনের নিষ্পত্তি হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। কামারুজ্জামান সুস্থ ও স্বাভাবিক আছেন বলেও এ সময় সাংবাদিকদের জানান শিশির মনির।
শিশির মনির বলেন, কামারুজ্জামান শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে দৃঢ় আছেন। তিনি রিভিউ নিষ্পত্তির পর আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন। কামারুজ্জামান জানিয়েছেন, আপাতত মিথ্যের জয় হলেও সত্যের একদিন জয় হবে। সেদিকেই তিনি তাকিয়ে আছেন। যে উদার গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন তিনি দেখেছেন, সেই স্বপ্ন একদিন তরুণ সমাজ বাস্তবায়িত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এর সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, তাঁকে যে অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে তার সঙ্গে তিনি জড়িত নন।
শিশির মনিরসহ আইনজীবী এহসান এ সিদ্দিক, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও মুজাহিদুল ইসলাম শাহীন কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেন।