ফ্রান্সে ইসলামি বই বিক্রি বেড়েছে ৩ গুণ

Islamic Booksফ্রান্সে ইসলাম সংক্রান্ত বই-পত্র এবং পবিত্র কোরআন শরিফ বিক্রির হার গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরে অন্তত তিন গুণ বেড়েছে। রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার পর দেশটিতে ইসলাম সংক্রান্ত বই পুস্তক ও সাময়িকী বিক্রির হার প্রায় রাতারাতি বেড়ে গেছে। এ তথ্য দিয়েছে ফ্রান্স ন্যাশনাল ইউনিয়ন অব বুকসপস।
ইসলামকে ইউরোপের সবচেয়ে দ্রুততম বর্ধনশীল ধর্ম হিসেবে বিবেচনা করা হয়।  ফ্রান্সে পবিত্র কোরআন নিয়ে বিশেষ সংখ্যা বের করার পর ফিলোসফিক নামের সাময়িকী প্রায় গরম কেকের মতোই দ্রুত বিক্রি হয়ে গেছে।
পবিত্র কোরআন নিয়ে বিশেষ সংখ্যা বের করার কারণ তুলে ধরতে যেয়ে এ সাময়িকীর পরিচালক ফ্যাব্রিস গেরসশেল বলেন, ইসলাম ও কোরআন নিয়ে আগের চেয়ে অনেক বেশি প্রশ্ন তুলছেন ফরাসি নাগরিকরা। কিন্তু সংবাদ মাধ্যম তাদের এ সব প্রশ্নের কোনো উত্তর দিতে পারছে না।
এদিকে, ধর্ম সংক্রান্ত বই বিক্রয়কারী  চেইন বুকসপস লা প্রোকিউর’এর প্রধান ম্যাথিল মাহিউক্স বলেন, আইএসআইএল ইসলামের নামে নিজেদের সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে আর এ কারণে মানুষ নিজেরাই সত্যিকার ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠছেন।
প্যারিসের ব্যাঙ্গ সাময়িকী ‘চার্লি হেবদো’র দফতরে সন্ত্রাসী হামলার পর পশ্চিম ফ্রান্সের নানতেজের একটি বইয়ের দোকানে পবিত্র কোরআন কিনতে যান একজন রক্ষণশীল ক্যাথলিক খ্রিস্টান। এ দোকানের মালিক জানান, সত্যিই সহিংসতা উস্কে দেয়া হয়েছে কিনা নিজে তা পড়ে যাচাই করার জন্য  পবিত্র কোরআন শরিফ কিনেন এ মহিলা।
এ ছাড়া, ইসলাম নিয়ে শিক্ষিত মহলেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার কোরআন স্টাডি চেয়ারের উদ্বোধন করে প্যারিসে খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ডি ফ্রান্স। এদিকে শরবন  বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক জিন রয়ে এক বছর আগে থেকেই নিজের চেষ্টায় পবিত্র কোরআন পাঠ শুরু করেছেন। বিচারক হিসেবে যোগ দিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্যই নিজ উদ্যোগে একত্ববাদি ধর্ম নিয়ে ক্লাসের আয়োজনও করেছেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button