ক্যান্সার ট্রিটমেন্টের প্রৌটন বিম থেরাপি সেন্টার হচ্ছে ইউকেতে
প্রথমবারের মতো ক্যান্সার ট্রিটমেন্টের জন্য প্রৌটন বিম থেরাপী সেন্টার হচ্ছে ইউকেতে। আগামী বছর প্রথম সেন্টারটি খোলা হবে কার্ডিফে। পরবর্তী ২০১৭ সালের ভেতরে লন্ডন ও নর্থাম্বারল্যান্ডে বাকী দুটি সেন্টার খোলা হবে। প্রৌটন পার্টনার্স ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানী এ ৩টি সেন্টার খোলার উদ্যোগ নিয়েছে। এ সেন্টারগুলোতে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের এনএইচএসের রোগিরা নিজস্ব খরচে এবং প্রাইভেট মেডিকেল ইন্স্যুরেন্সধারীরা ট্রিটমেন্টের সুযোগ পাবেন। বর্তমানে ইউকেতে ক্যান্সার ট্রিটমেন্টের প্রৌটন বিম থেরাপির সুযোগ নেই। বিদেশে গিয়ে এ ধরনের ট্রিটমেন্ট নিতে হয়। ইউকেতে প্রতি বছর প্রায় ১শ ৫০ হাজার মানুষ ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে থাকেন। এ সংখ্যা দিন দিন বাড়ছে। হেলথ ইন্স্যুরেন্স কোম্পানী বোপার মতে, ২০২১ সালের মধ্যে ক্যান্সার ট্রিটমেন্ট গ্রহণকারীর সংখ্যা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাবে। আর তাতে ট্রিটমেন্ট ব্যয় ৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ১৫ দশমিক ৩ বিলিয়ন পাউন্ডে গিয়ে দাঁড়াবে।
দ্যা চেক রিপাবলিকের প্রাগের একটি সেন্টারে চিকিৎসাধীন ৫ বছরের আয়শা কিংয়ের আশাতীত সাফল্যের পরেই ইউকেতে প্রৌটন বিম থেরাপী সেন্টার খোলার ঘোষণা এসেছে। ব্রেইন ক্যান্সারে আক্রান্ত আয়শা কিংকে এ থেরাপী দেয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে প্রাগে নিয়ে যান। আয়শাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য অনেক লড়াই করতে হয়েছে তার পরিবারকে। বৃটিশ পুলিশের অতিবাড়াবাড়ির কারণে ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া একটি পরিবারের কর্তাকে জেলও খাটতে হয়েছে। তবে সব বাধা বিপত্তি উপেক্ষা করে আশয়াকে নিয়ে প্রাগে নেয়ার পর সেখানকার ট্রিটমেন্টে আশয়া কিং সুস্থ্য হয়ে উঠেছেন।