ইরাক সীমান্তে ছুটছে সিরিয়ার হাজার হাজার শরণার্থী
সিরিয়া থেকে সীমান্ত পথে হাজার হাজার শরণার্থী ইরাকের কুর্দিস্থানে আশ্রয়ের জন্য ছুটছে। গত শনিবারই অন্ততপক্ষে দশহাজারের অধিক লোক পেশখবর অতিক্রম করে ইরাক সীমান্তে পাড়ি দেয়। সংবাদ সংস্থা বিবিসির ভিডিও ফুটেজে দেখা যায়, হাজার-হাজার নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ তাদের সহায় সম্বল সাথে করে ছুটে যাচ্ছে ইরাকের কুর্দিস্থানের দিকে। যে কয়েকটি গাড়ি চলতে দেখা গেছে তাতে ছিলো অতিরিক্ত রকমের মানুষ ও পণ্য বোঝাাই।
জাতিসংঘ শরাণার্থী সংস্থার ভাষ্যমতে বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত কমপক্ষে ২০ হাজারের অধিক লোক আশ্রয় এর জন্য সিরিয়া ত্যাগ করেছে। হঠাৎ করে সীমান্তে এতো শরণার্থী বেড়ে যাওয়ার বিষয়ে সঠিক কোন কারণ এখনো জানা যায় নি।
তবে এমন একটি সময়ে এটি ঘটছে যখন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পরিদর্শক দল রবিবার তাদের একটি মিশনে রাজধানী দামেস্কে এসে পৌঁছেছে।
এদিকে শরণার্থীদের সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থা, কুর্দিস্থানের প্রাদেশিক সরকার এবং এনজিও সংস্থাগুলো।