লন্ডনে সিরিয়ার সাবেক ইমামকে গুলি করে হত্যা
লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চলে এক সিরীয় নাগরিকের লাশ পাওয়া গেছে। তার গাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী একজন বিশিষ্ট অ্যাক্টিভিস্ট ছিলেন বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, এক লোক তার লাশ দেখতে পায়। এরপর প্যারামেডিক চিকিৎসকরা পুলিশে খবর দেয়। তার বুকে গুলির জখম রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানায়, ‘বিবিসি জানতে পেরেছে যে ওই লোকটির নাম আব্দুল হাদি আরওয়ানি। তিনি একজন শেফ ও লন্ডন মসজিদের সাবেক ইমাম ছিলেন।’
পুলিশ তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানতে পারেনি।
পুলিশ জানায়, মঙ্গলবার লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়েমব্লেই এলাকায় একটি গাড়িতে তার লাশ পাওয়ার পর এ ব্যাপারে তদন্ত চলছে।
তার বয়স ৪০-এর কোঠায়। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘নিয়ম অনুযায়ী লাশের ময়নাতদন্ত করা হয়েছে।’