ব্রিটেনে জীবাণু ব্যাধিতে ৮০ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা
যুক্তরাজ্য সরকার আশঙ্কা প্রকাশ করে বলেছে যে, জীবাণুঘটিত ব্যাধি মহামারী আকারে দেখা দেয়ার কারণে আগামীতে যুক্তরাজ্যে অসংখ্য মানুষ মারা যেতে পারে। সম্প্রতি এক ভবিষ্যদ্বাণীতে এ আশঙ্কা প্রকাশ করে জানানো হয় যে, মহামারীতে প্রায় ৮০ হাজার মানুষ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই যদি হয় তাহলে উনিশ শতকের মহামারীর পর এবারই প্রথম মহামারীতে পড়তে যাচ্ছে যুক্তরাজ্য। সরকারি রিপোর্ট অনুযায়ী, মহামারী আকার ধারণ করলে রক্তে ব্যাকটেরিয়ার আক্রমণে প্রায় ২ লাখ মানুষ আক্রান্ত হতে পারে। আর এমন অবস্থায় অ্যান্টিবায়োটিক কোনো কাজে আসবে না বলেও জানানো হয়। শুধু তাই নয়, স্বাভাবিক অস্ত্রোপচারও তখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। অঙ্গ স্থাপনের মতো চিকিৎসাসেবা পুরোপুরি ঝুঁকির মুখে পড়বে। আগামী ২০ বছরের মধ্যেই এ দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় রিপোর্টে। এছাড়াও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স ইনফেকশনে আক্রান্ত হয়েও অনেক মানুষ মারা যেতে পারে। যুক্তরাজ্যের ন্যাশনাল রিস্ক রেজিস্টার অব সিভিল ইমারজেন্সি গত মাসে এ বিষয়ক একটি রিপোর্ট প্রকাশ করে এবং ক্যাবিনেটে জমা দেয়। ওই রিপোর্টে বিভিন্ন রোগের নাম এবং বিস্তারিত বিষয় উল্লেখ আছে। রিপোর্টে সরাসরি বলা হয়, যদি মহামারী আকারে মানুষ রোগে আক্রান্ত হতে শুরু করে তাহলে প্রায় ২ লাখ মানুষ প্রাথমিকভাবেই আক্রান্ত হবে। এর মধ্যে অনেকেই বর্তমানে বাজারে পাওয়া যায় অ্যান্টিবায়োটিকের কারণে প্রাণে বেঁচে গেলেও কমবেশি ৮০ হাজার মানুষ মারা যাবে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।