স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করলেন খালেদা জিয়া

Kaledaরঙ্গিন বেলুন ও কবুতর উড়িয়ে স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করলেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে সঙ্গীতসাধক আব্দুর রহমান বয়াতীর মৃত্যুতে দলীয় কর্মীদের নিয়ে এক মিনিট নিরবতা পালন ও তার আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। সোমবার বিকাল পৌনে ৫টার দিকে তিনি সোহরাওয়ার্দী উদ্যানের এই উৎসব ও আলোচনা মঞ্চে উপস্থিত হন।
এ সময় স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান। বিএনপি চেয়ারপারসনও হাত নেড়ে তাদের অভিনন্দন গ্রহণ করেন।
বেলা ৩টা ২০ মিনিটে  স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। শুরুতেই সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া লিটন পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে জাতীয়  পতাকা, দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মঞ্চে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, এম তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ,  জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান,  ড. আব্দুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন উপস্থিত রয়েছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, শাজাহান ওমর, এমএ মান্নান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, শ্রমবিষয়ক সম্পাদক জাফরুল হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুববিষয়ক সম্পাদক  সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,  শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নুরে আরা সাফা, শিরিন সুলতানা, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবীবুর রশীদ হাবীবসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button