ব্রিটিশ শাসকের ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত
ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা সিসিল রোডসের একটি ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার ওই ভাস্কর্যটি সরিয়ে ‘নিরাপদ স্থানে’ সংরক্ষণ করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
উনিশ শতকের ব্রিটিশ শাসক রোডসের ভাস্কর্যটি ১৯৩৪ সালে বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়। বেশ কিছুদিন ধরে ভাস্কর্যটি অপসারণের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা অক্সফোর্ডে শিক্ষা নেয়া ওই রাজনীতিবিদ এবং খনি মালিক দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ শাসন সম্প্রসারণে ভূমিকা রেখেছিলেন।
শিক্ষার্থীদের আন্দোলনের পর এ বিষয়ে ভোট আহবান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ভোটের সিদ্ধান্তেই ভাস্কর্যটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত হলো।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভাস্কর্য নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতেই তারা সেটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির ঐতিহ্য রক্ষা বিভাগ এখন থেকে সেটির দায়িত্ব নেবে।