লন্ডনে জুয়েলারির দোকান থেকে ৩০০০ কোটি টাকার অলঙ্কার চুরি
লন্ডনের বিখ্যাত একটি জুয়েলারির দোকান থেকে প্রায় ৩০০০ কোটি টাকার অলঙ্কার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ইস্টার উপলক্ষ্যে ছুটির দিনে চোরেরা হ্যাটন গার্ডেন জুয়েলারির নিরাপদ ভল্ট কেটে ৭০ ভল্ট জুয়েলারি নিয়ে যায় বলে বুধবার জানিয়েছে পুলিশ।
এটা অলঙ্কার চুরির ইতিহাসে অন্যতম বড় ঘটনা।
যন্ত্র কাটার হাতিয়ার দিয়ে দেয়াল কেটে ভল্টের ভেতরে গচ্ছিত এসব জুয়েলারি নিয়ে যায় চোরেরা। চুরি যাওয়া জুয়েলারির মূল্য ৩৮.৬ কোটি ডলার বা প্রায় ৩০১০ কোটি টাকা।
চুরির সময় ওই দোকানের নিরাপত্তারক্ষী সতর্কসঙ্কেত বাজতে শুনেছিলেন। কিন্তু ঘুরেফিরে কোনো অপ্রীতিকর ঘটনার লক্ষ্মণ দেখতে পাননি।
হ্যাটন গার্ডেন লন্ডনের জুয়েলারি ব্যবসার প্রাণকেন্দ্র। ঊনিশ শতক থেকে এখানে শত শত দোকান ও উৎপাদকের পসরা বসেছে।
যে দোকানটিতে চুরির ঘটনা ঘটেছে সেখানে দ্বি-দরজা বিশিষ্ট নিরাপত্তা গেট নিয়ে ভল্টে প্রবেশ করতে হয়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চোরেরা হয়তো লিফটের পাশে ভবনের ভেতরেই লুকিয়ে ছিল। পরে স্টাফরা দোকান বন্ধ করে যাওয়ার পর তারা ভল্টে প্রবেশ করে।
হ্যাটন গার্ডেন সেফটি ডিপোজিট নামের যে দোকানটিতে চুরির এ ঘটনা ঘটেছে সেটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এবং লন্ডনের অন্যতম এবং নেতৃস্থানীয় নিরাপদ জমা রাখার স্থান হিসেবে প্রশংসিত।
বেশিরভাগ ডায়মন্ড এবং স্বর্ণ ব্যবসায়ীরা এখানে ভল্ট ভাড়া নিতেন।