বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জনগণকে সংগঠিত করতে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি। সোমবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির অংশ হিসেবে সাতটি বিভাগ ও একটি জেলায় জনসভা করবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মির্জা ফখরুল জানান, ৮ সেপ্টেম্বর নরসিংদী, ১৫ সেপ্টেম্বর রাজশাহী, ১৬ সেপ্টেম্বর রংপুর, ২২ সেপ্টেম্বর খুলনা, ২২ সেপ্টেম্বর বরিশাল, ৫ অক্টোবর সিলেট। ঈদুল আজহার পরে চট্টগ্রাম ও ঢাকায় সমাবেশে বক্তব্য দেবেন খালেদা জিয়া। চট্টগ্রাম ও ঢাকার জনসভার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে। একই সঙ্গে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে সাংগঠনিক সফর করবেন বিএনপি ও ১৮ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপির গঠিত ৫৬টি টিম দেশের ৭৫টি সাংগঠনিক জেলা সফর করবে বলে জানান তিনি।