ক্যামেরনের চুলে কালি নিয়ে তুলকালাম
সাইনবোর্ডে লেখা তিনি সংরক্ষণশীল, কেননা তিনি কনজারভেটিভ পার্টির প্রধান। আর তিনিই কিনা বয়স ঢাকতে চুলে রঙ মাখেন! বয়স ছাপিয়ে চোখমুখে তারুণ্যের ছাপ ধরে রাখতে চুলে কালি করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এমনই অনুযোগ করেছেন ব্রিটিশ রাজনীতিক নাইজেল ফ্যারাগ। এক প্রতিবেদনে গত বুধবার এ খবর দিয়েছে ডেইলি মিরর।
ক্যামেরন দিন দিন যুবক হয়ে উঠছেন উল্লেখ করে নাইজেল বলেছেন, প্রধানমন্ত্রী ‘বয়স বাড়ার স্বাভাবিক নীতিকে উল্টে দিচ্ছেন।’ ওয়েস্ট মিডল্যান্ডে সফর করার সময় ডাডলিতে নিজ দলের সমর্থকদের সামনে ক্যামেরনের চুল নিয়ে নাটকীয় এই অনুযোগ তোলেন ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টির (ইউকিপ) প্রধান। নাইজেল বলেন, ‘আমি তার চেহারা-সুরত নিয়ে মন্তব্য করার ব্যাপারে যথেষ্ট বিনয়ী ছিলাম। কিন্তু যে কেউ পাকা চুল ঢাকার চেষ্টা করলে তাকে আমার ঈর্ষা হয়।’ প্রসঙ্গত, ক্যামেরনের চুলে কালি করা নিয়ে সমালোচনার ইতিহাস একেবারেই নতুন নয়। ২০১১ সলে এমন শোরগোল পড়ে গিয়েছিল যে, ক্যামেরনের ঘনিষ্ঠ এক কর্মকর্তা ডেইলি মেইলকে বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, তিনি (ক্যামেরন) কখনই তার চুল ডাই করেননি।’