পার্লামেন্ট নির্বাচনে টাওয়ার হ্যামলেটসের দুই আসনে ১৮ প্রার্থী
আগামী ৭ মে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে টাওয়ার হ্যামলেটস বারার দুটি সংসদীয় আসন থেকে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে বাঙালী প্রার্থী দুইজন।
৯ এপ্রিল নমিনেশন দাখিলের শেষ সময় অতিবাহিত হওয়ার পর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার, জন উইলিয়ামস আসন্ন পার্লামেন্টারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নাম ঘোষনা করেন। বেথনাল গ্রীণ এন্ড বো এবং পপলার এন্ড লাইমহাউজ- এই দুটি আসনে ১০টি দলের পক্ষে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বেথনাল গ্রীণ এন্ড বো আসনে ১১ জন প্রার্থী রয়েছেন। এরা হলেন এম রওশন আলী – কমিউনিটিজ ইউনাইটেড পার্টি; রুশনারা আলী – লেবার পার্টি, এলিয়ট বল – দ্যা ৩০-৫০ কোয়ালিশন, জনাথন ডিউই – ক্যানাবিস ইজ সেইফার দেন এ্যালকোহল, এ্যালেসডার ইয়ান হেন্ডারসন- হুইগ পার্টি, টিনা লাশমোর – লিবারেল ডেমোক্রেটস পলা ম্যাককুইন – ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টি (ইউকিপ), জ্যাসন এন্ড্রু পাভলো – রেড ফ্ল্যাগ-এন্টি কোরাপশন, এ্যালেস্টার পলসন – গ্রীণ পার্টি, গ্লিন রবিনস লেফট ইউনিটি/ ট্রেড ইউনিয়নিস্ট এন্ড সোশ্যালিস্ট, এবং ম্যাট স্মিথ – কনজারভেটিভ পার্টি। পপলার এন্ড লাইমহাউজ আসনে রয়েছেন ৭ জন প্রার্থী। এরা হলেন আইলিন ব্যাগশো- লিবারেল ডেমোক্রেটস মওরীন চাইহ্বস গ্রীণ পার্টি, জিম ফ্জিপ্যাট্রিক – লেবার পার্টি, রেনে ক্লাওডেল মেগেনজি – রেড ফ্ল্যাগ-এন্টি কোরাপশন, নিকোলাস ম্যাককুইন – ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টি (ইউকিপ), হুগো পিয়েরে – ট্রেড ইউনিয়নিস্ট এন্ড সোশ্যালিস্ট কোয়ালিশন, এবং ক্রিস উইলফোর্ড – কনজারভেটিভ পার্টি। আগামী ৭ মের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে হলে ২০ এপ্রিলের মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করতে হবে। ভোট দেয়ার জন্যে আপনি ঠিকমতো রেজিস্টার্ড আছেন কি-না, সেটা নিশ্চিত করুন, এ জন্যে ২০শে এপ্রিল সোমবারের মধ্যে ভিজিট করুন: www.gov.uk/register-to-vote