চার মূল নীতির সাথে কখনো আওয়ামী লীগ আপোষ করবেনা : সাজেদা চৌধুরী
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, এদেশের গণমানুষের সংগঠন আওয়ামী লীগ কখনো নি:শেষ হবেনা। অগণিত কর্মী আর সাধারণ মানুষের মাঝেই আওয়ামীলীগ বেঁচে থাকবে চিরকাল। যে চার মূল নীতির ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এইসব নীতির সাথে কখনো আওয়ামী লীগ আপোষ করবেনা।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। যুদ্ধ করেই এদেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি, আবার যুদ্ধ করেই প্রয়োজনে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করবো। তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্ত্ততি গ্রহনের জন্য সকলের প্রতি আহবান জানান।
রোববার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা সাজেদা চৌধুরী এসব কথা বলেন। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে এবং উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, সৈয়দা জেবুন্নেছা হক এমপি, আ ন ম শফিকুল হক, মাসুক উদ্দিন আহমদ, শোয়েব আহমদ চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট নাসির উদ্দিন খান, এডভোকেট মাহফুজুর রহমান, ফারুক আহমদ, কবির উদ্দিন আহমদ, এমাদ উদ্দিন মানিক, এজাজুল হক এজাজ, নুরুল আমিন, অধ্যক্ষ শামছুল ইসলাম, মোস্তাকুর রহমান মফুর, বদরুল ইসলাম জাহাঙ্গীর. আব্দুল মোমিন চৌধুরী, সামছুন নাহার মিনু, আবু জাহেদ, শাহ নিজাম উদ্দিন, শামীম আহমদ, খন্দকার মহসিন কামরান, আবু তাহের, শেখ আজাদ, তপন পাল, জালাল উদ্দিন কয়েছ, নাজনীন আক্তার কনা, ফরহাদ হোসেন খান, আসমা বেগম প্রমুখ। পরে যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সৈয়দা সাজেদা চৌধুরী এমপি-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।