‘ক্রিকেটের কণ্ঠস্বর’ রিচি বেনো আর নেই
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিচি বেনো মারা গেছেন। ৮৪ বছর বয়সী সাবেক এই লেগস্পিনার ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয় ছিলেন। ক্রিকেটের কণ্ঠস্বর হিসেবে পরিচিত বেনো অস্ট্রেলিয়ার হয়ে ৬৩টি টেস্ট খেলেন। ২৮টি ম্যাচে তিনি অধিনায়কত্ব করেন।
গত নভেম্বরে বেনো জানান, ত্বকের ক্যানসারের জন্য চিকিৎসা নিয়েছিলেন তিনি। গত বছরসিডনিতে তিনি গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন।
ক্রিকেট ক্যারিয়ার শেষে বেনো আরো বেশি পরিচিত পান লেখক, কলামিস্ট ও ধারাভাষ্যকার হিসেবে।
১৯৬৪ সালে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর সাংবাদিকতার পাশাপাশি রেডিও ও টেলিভিশনের ধারাভাষ্যকার হিসেবে যুক্ত হন বেনো। ১৯৫৬ সালে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের পর বিসিবি রেডিওতে তিনি চার দশক ধরে জড়িত ছিলেন।
১৯৬০ সালে বিসিবি রেডিওর হয়ে ধারাভাষ্যকার হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন বেনো। এর তিন বছর পর তিনি টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবে পা রাখেন। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের প্রধান ভাষ্যকার ছিলেন বেনো ১৯৭৭ সাল থেকে। ২০১৩ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির হয়ে কাজ করেন তিনি।
টেস্ট ক্যারিয়ারে তিনটি শতকসহ দুই হাজার ২০১ রান করেন বেনো। পাশাপাশি প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে দুইশ’ উইকেট নেয়ার ও দুই হাজার রান করার কৃতিত্ব তারই ঝুলিতে।