সিদ্ধান্ত জানাননি কামারুজ্জামান
ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত জানাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, আবারও তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হবে। এরপরও তিনি সিধান্ত না নিলে সরকার প্রয়োজনীয় ব্যাবস্থা নেবে।
শুক্রবার সকালে কামারুজ্জামানের সঙ্গে প্রাণভিক্ষার বিষয়ে কথা বলতে কেন্দ্রীয় কারাগারে যান ঢাকার দুইজন ম্যাজিস্ট্রেট। তারা হলেন তানজিম মোহাম্মদ আজিম ও মাহবুব জামিল। সকাল ১০ টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন। এক ঘণ্টার বেশি কারাগারে অবস্থানের পর বেলা ১১টা ৩৭ মিনিটে ম্যাজিস্ট্রেটরা বের হন। এর কিছুক্ষণ পর কারা ফটকের সামনে আসেন সিনিয়র জেল সুপার ফরমান আলী। তবে সাক্ষাতের পর কারাগার থেকে বের হয়ে ম্যাজিস্ট্রেটরা সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। প্রাণভিক্ষার বিষয়ে কী সিদ্ধান্ত জানিয়েছেন সে বিষয়ে কারা কর্তৃপক্ষও সাংবাদিকদের কিছু জানায়নি।